নার্সিং টিপস, শরীরে অক্সিজেন কমে গেলে বুঝবেন যেভাবে এবং তার প্রতিকার করবেন

Nursing Admission, Nursing Result, Nursing job Health tips, Nuese,Nursing, BSc nursing, bnmc.com dgnm, নার্সিং, নার্স, নার্সিং ভর্তি Nurse sex not


শরীরে অক্সিজেন কমে গেলে বুঝবেন যেভাবে
• সুস্থ মানুষের অক্সিজেনের মাত্রা ৯৫ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকে।
অনেক সময় রােগীরা শুরুতে অক্সিজেনের ঘাটতি বুঝতে পারে না।
• রক্তে অক্সিজেনের ঘনত্ব পরিমাপ করা যন্ত্র পালস অক্সিমিটার না থাকলেও
একটা ছােট পরীক্ষার মাধ্যমে ফুসফুসের অবস্থা বুঝে নেওয়া যায়।
• রােগীকে প্রথমে মুখ দিয়ে সজোরে বুকের ভেতরের বাতাস ছাড়তে হবে।
তারপর ধীরে ধীরে গভীরভাবে নাক দিয়ে বাতাস টেনে শ্বাস ধরে রাখতে হবে।
• এভাবে ৭ সেকেন্ড শ্বাস ধরে রাখতে সমস্যা হলে বুঝতে হবে অক্সিজেনের
মাত্রা ৯৫ শতাংশে নেমে এসেছে। আর ৫ সেকেন্ডে সমস্যা হলে ৯০ শতাংশ।
• এ সময় রােগীকে উপুড় করে শুইয়ে দিয়ে জোরে জোরে শ্বাসপ্রশ্বাস নিতে
বলতে হবে। এতে ফুসফুসের একটা বড় অংশে সহজে বাতাস যায়।
অক্সিজেনের মাত্রা খুব বেশি কমলে ঠোঁট ও ত্বক নীল হয়ে যায়। এরকম
পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের সঙ্গে যােগাযােগ করতে হবে।

Post a Comment