•আপনার চুলে লাগান এই কার্যকরী
প্রোটিন প্যাক:
এই প্রোটিন প্যাক তৈরি করতে যা যা
লাগে তা হল-
•১ কাপ টকদই,
•১ টি ডিম
•সামান্য দই
•ভিটামিন ই
•ভিটামিন ই ক্যাপস্যুল ও নারকেল তেল/
অলিভ অয়েল আথবা আমন্ড অয়েল দিয়ে খুব
সহজে আপনি বানাতে পারবেন।
ডিম ফাটিয়ে এতে দই এবং ভিটামিন ই
ক্যাপস্যুল ভেঙে দিয়ে অল্প তেল দিয়ে
ভালো করে মিশিয়ে নিন।তারপর এটি
পুরো চুলে এবং মাথার ত্বকে ভালো
করে লাগান।
৩০ থেকে ৪০ মিনিট পর
শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।এটা সপ্তাহে ১
দিন ব্যবহারেই ভালো ফল পাবেন।
•আপানার চুলের জন্য বেছে নিন মৃদু
শ্যাম্পু:
আপনি শ্যাম্পু কেনার সময় খুব ভালো
কোনো ব্র্যান্ডের অল্প কেমিক্যাল
সমৃদ্ধ শ্যাম্পু কিনুন।যদি সম্ভব হয় হারবাল
শ্যাম্পু কিনে ব্যবহার করুন। কারণ অধিক
ক্ষার ও কেমিক্যালের কারণে চুলের রঙ
পরিবর্তিত হয়ে যায় এবংআপনার চুল রুক্ষ
ও শুষ্ক হয়ে পড়ে।এজন্য মৃদু শ্যাম্পু হলে
চুল সুস্থ থাকে।
• রোদ থেকে চুলকে বাঁচান;
আপনার কালো চুল লালচে হয়ে যাওয়ার
প্রধান কারণ হচ্ছে কড়া রোদ। চুল রোদে
খুলে রাখলে চুলের কোলাজেন টিস্যুর
ক্ষতি হয়। এবং এতে করে চুলের রঙ ব্লিচ
হয়ে কালো থেকে লালচে কিংবা
কালচে বাদামী রঙ ধারণ করে।
•স্টাইলিং কমিয়ে দিন;
আপনার চুল স্ট্রেইট করার কাজে
স্ট্রেইটনার এবং কার্ল করতে কার্লার
ব্যবহার করেন তাহলে চুল বেশি হিটের
কারণে লালচে হয়ে যেতে পারে।
আমাদের এইসকল ইলেকট্রনিক
জিনিসপত্রের ব্যবহারে চুলের
কোলাজেন টিস্যু ক্ষতিগ্রস্থ হয় এবং
চুলের রঙ কালো থেকে লালচে হয়ে
আসে। তাই এগুলো আমাদের কম ব্যবহার
করাই উচিত।