• Blood pressure কি?
Ans: Blood Pressure হলাে একটি চাপ যা রক্ত তারপাশের আর্টারীর দেওয়ালের উপর সৃষ্টি করে থাকে। Blood
Pressure = Cardiac output × Peripheral resistance.
• Hypotension কি?
Ans: রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে কম হলে Hypotension (নিম্ন রক্তচাপ).
• Hypertension কি?
Ans: রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশী হইলে Hypertension (উচ্চ রক্তচাপ)
-
• Systolic (সংকোচন চাপ) কি?
Ans: হৃদপিন্ড বামনিলয় (Left ventricle) হইতে শিরার মাধ্যম সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত ছড়াইয়া দেয়।
* স্বাভাবিক সিষ্টোলিক চাপ ১১০-১৪০ মি মি অব মার্কারী।
• Diastolic (প্রসারণ চাপ) কি?
Ans: Diastolic: সমস্ত শরীর হইতে রক্ত ধমনীয় মধ্য দিয়া বাম
অলিন্দের (Left Atrium) মধ্য দিয়া হৃদপিন্ডে ফিরিয়া আসে।
* স্বাভাবিক প্রসারণ চাপ ৬০-৯০ মি মি অব মার্কারী।
• Cerebral hemorrhage বলতে কি বুঝ?
Ans: রক্তচাপ বেশী হইলে (Brain) এর সরু শিরা বা ধমনী ছিড়িয়া যাইতে পারে এবং মৃত্যুও হইতে পারে। অর্থাৎ Cerebral
হেমর্হাগে
• Cerebral ischemia বলতে কি বুঝ?
Ans: আবার রক্তচাপ খুব কমিয়া গেলে Brain এর সরু রক্ত জালিতে রক্ত পৌঁছাবে না সুতরাং cerebral ischemia.
• Blood Pressure (রক্তচাপ) বৃদ্ধির কারণ কি?
Ans:
১. অতিরিক্ত টেনশন করলে
২. ঘুমের পরিমাণ কমে গেলে
৩. Artery & vein এ চর্বির পরিমাণ বৃদ্ধি পেলে।
৪. ধূমপান করলে
৫. শরীরের ওজন বৃদ্ধি পেলে।
• Hypertension (উচ্চ রক্তচাপ) কি?
Ans: শরীর ও মনের স্বাভাবিক রক্তচাপ বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে সবসময় যদি অবস্থান করতে থাকে, তাকে Hypertension বা উচ্চ রক্তচাপ বলে।
• Hypertension বা উচ্চ রক্তচাপ প্রতিরােধের উপায় কি?
Ans:
১. ধূমপান থেকে বিরত থাকা
২. শরীরে অতিরিক্ত চর্বি যাতে না জমে সে ব্যবস্থা করতে হবে।
৩. হাঁটা খেলাধূলা বা শরীরিক পরিশ্রমের অভ্যাস করতে হবে।
৪. শরীরের ওজন নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে।
• Blood Pressure কত প্রকার ও কি কি? বর্ণনা কর।
Ans:
1. Systolic blood pressure
2. Diastolic blood pressure
3. Mean blood pressure
4.Pulse blood প্রেসসুরে
• Systolic blood pressure
: যখন রক্তকে Heart পাম্প করে
তখন ধমনীয় এই রক্ত জোরাে চাপ
গায়ে সৃষ্টি করে থাকে, তাকে Systolic blood pressure। এটির Normal Renge : 110 - 140 mm of Hg.
2. Diastolic blood pressure: যখন রক্ত ধমনী পার হয়ে
শিরায় যায় ও ধীরে ধীরে হার্টের দিকে যায় তখন চাপ সবচেয়ে কমে
নেমে আসে তাকে Diastolic blood pressure বলে।
Diastolic চাপ হচ্ছে 60-90 mm Hg Blood. এটি কম চাপ
সৃষ্টি করে।
3. Blood pressure: Mean Blood pressure systolice
Diastolic blood pressure এর যােগফলের তিনভাগের এক
ভাগকে blood pressure বলে।
4. Pulse blood pressure: Pulse blood pressure:
Systolic ও Diastolic blood pressure এর অন্তর ফলকে
Pulse blood pressure বলে।
12. Normal Blood pressure কত?
Ans: Bp-120/ 80 mm of Hg.