১। ছন্দের যাদুকর বলা হয় কাকে?
- সত্যেন্দ্রনাথ দত্ত
২। প্রতিদান কবিতাটির রচিয়তা কে?
- জসীমউদ্দীন
৩। পুকুরে মাছ আছে। কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭মী
৪। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি?
- আলালের ঘরের দুলাল
৫। সূর্য দীঘল বাড়ি- উপন্যাসের লেখক কে?
আবু ইসহাক
৬। কোনটি মনসা মঙ্গলের চরিত্র?
- লক্ষিন্দর
৭। বাক্যের অপরিহার্য পদ কোনটি?
ক্রিয়াপদ
৮। অলিন্দ শব্দের অর্থ কি?
- বারান্দা
৯। সে স্কুলে গিয়েছে।-বাক্যটি ---
- পুরাঘটিত বর্তমান
১০। চাঁদ কোন শ্রেণির শব্দ?
-তদ্ভব
১১। অনুতাপ কোন সমাস?
অব্যয়ীভাব সমাস
১২। ওরা কদম আলী- নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ
১৩। কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিষ্কৃত হয়?
- ১৩১৬ বঙ্গাব্দে
১৪। চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন?
- মুকুন্দরাম
১৫। যুগ সন্ধিক্ষণের কবি?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৬। বসন্তে ফুল ফুটে। বাক্যে বসন্ত কোন কারক?
- অধিকরণ কারক
১৭। কোনটি ইংরেজি উপসর্গ?
- ফুল
১৮। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ?
- তৎপুরুষ
১৯। কাজটা ভালো দেখায় না- এ বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
- কর্মবাচ্যের ধাতু
২০। বাক্যে ব্যহহৃত শব্দকে বলা হয়
- পদ
২১। লেবেদেফ নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ
২২। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে কি
বলে?
- সমস্যমান পদ
২৩। অবাক্ষ জলে নেমে স্নান। এর এক কথায় কি হবে?
- অবগাহন
২৪। আষাঢ়ে বৃষ্টি নামে এখানে "আষাঢ়ে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭মী
২৫। হারামণি কোন সমাস?
- কর্মধারয় সমাস
২৬। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি
২৭। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- রাত্রিশেষ
২৮। মনোরঞ্জিকা পত্রিকার সম্পাদক কে?
- কৃষ্ণচন্দ্র মজুমদার
২৯। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি
বলে?
যৌগিক স্বর
৩০। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি?
শ্রীকান্ত
৩১। আনারস কোন শব্দ?
- পর্তুগীজ
৩২। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?
-উইলিয়াম কেরি
৩৩। রায় গুণাকর কার উপাধি?
- ভারতচন্দ্র
৩৪। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
- ৬টি
৩৫। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- গতি
৩৬। গীতিকাকে ইংরেজিতে কি বলা হয়?
- ব্যালাড
৩৭। বিদ্যাপতি কোন ভাষার কবি?
- ব্রজবুলি
৩৮। একা এবং কয়েকজন কর লেখা?
- সুনীল গঙ্গোপাধ্যায়
৩৯। বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্যোক্তা কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৪০। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি?
-মেঘনাদবধ কাব্য
৪১। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?
- রঙ্গলাল বন্দোপাধ্যায়
৪২। মৃন্ময়ী চরিত্রটি কোন ছোটগল্পের?
- সমাপ্তি
৪৩। শান্তিপুরের কবি বলা হয় কাকে?
মোজাম্মেল হক
৪৪। রবীন্দ্রনাথের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় কোন পত্রিকায়?
-জ্ঞানাঙ্কুর
৪৫। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি?
- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
৪৬। 'চাষাভুষার কাব্য কার সাহিত্যকর্ম?
- নির্মলেন্দু গুণ
৪৭। বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম কি?
- শাহ মুহম্মদ সগীর
৪৮। বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৯। 'কেউ কিছু বলতে পারেনা' নাটকটি অনুবাদ করেছেন কে?
- মুনীর চৌধুরী
৫০। কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্যের সৃষ্টি
হয়?
- হোসেন শাহী
৫১। সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
- ১৯২৬
৫২। নতুন চাঁদ' কাব্যটির
রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম ৫৩। জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
- ১৯৮৮
৫৪। 'রাণী খালের সাঁকো' কাব্যগ্রন্থের রচিয়তা কে?
আহসান হাবীব
৫৫। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে খ্যাত
কে?
সৈয়দ শামসুল হক
৫৬। বাংলা উপন্যাসের স্থপতি কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৭। কাশ বনের কন্যা কোন জাতীয় রচনা?
- উপন্যাস
৫৮। কবর নাটকের উপজীব্য বিষয় কি?
ভাষা আন্দোলন
৫৯। জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন?
- ১৯৩৫ সালের ১৯ আগস্ট ৬০। 'খোয়াবনামা' উপন্যাসের রচিয়তা কে?
- আখতারুজ্জামান ইলিয়াস
আতোয়ার রহমান
৬১। 'ঠিকানা' কবিতার রচিয়তা কে?
৬২। 'লাইলী মজনু' কাব্যের মূল উৎস কি?
আরবীয় লোকগাঁথা -
৬৩। পুঁথি সাহিত্য বলতে বুঝায় - ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য
৬৪। 'মেঘদূত' কাব্য কার রচনা?
- মহাকবি কালিদাস
৬৫। সিন্ধু-হিন্দোল’ হল-
- প্রেমের কবিতা com
৬৬। 'পদ্মাবতী' পুঁথি প্রথম সম্পাদনা করেন কে?
- ড. মুহম্মদ এনামুল হক
৬৭। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা বাংলা গ্রন্থের সংখ্যা কত?
৬৮। 'বনফুল' কাব্যটি প্রকাশিত হবার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিলো
- ১৫ বছর
৬৯। শিশু পত্রিকা 'আঙ্গুর' সম্পাদনা করেন কে?
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
৭০। ঠাকুর মার ঝুলির রচিয়তা কে?
-শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
৭১। আল মাহমুদ রচিত বিখ্যাত কথা সাহিত্য কোনটি?
-পানকৌড়ির রক্ত
৭২। বাংলা কবিতায় আধুনিক কবিতার প্রবর্তক কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৭৩। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
-বিয়ে পাগলা বুড়ো
৭৪। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি?
- রামায়ণ
৭৫। যত্ন করলে রত্ন মেলে এখানে করলে কোন ধরনের ক্রিয়া?
- দ্বিকর্মক
৭৬। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
- পত্রিকা।
৭৭। জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
কোনটি?
- রাখালী।
৭৮। 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?
আনোয়ার পাশা।
৭৯। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা?
- কাব্য।
৮০। বহিঃপীর কী?
-একটি নাটক।
৮১। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
- পথের দাবী।
৮২। এস ওয়াজেদ আলী রচিত প্রবন্ধ কোনটি?
-ভবিষ্যতের বাঙালি।
৮৩। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। কে বলেছেন?
- প্রমথ চৌধুরী।
৮৪। তুমি না বলেছিলে আগামীকাল আসবে?এখানে ‘না’ এর ব্যবহার কী অর্থে?
হ্যাঁ-বাচক।
৮৫। কার মাথায় হাত বুলিয়েছে- এখানে মাথা শব্দের অর্থ
- ফাঁকি দেওয়া।
৮৬। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কী?
- উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে।
৮৭৷ তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে কী কোন পদ?
- সর্বনাম।
৮৮। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণ কারকে সপ্তমী।
৮৯। এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। এখানে ‘মাথা’ শব্দের অর্থ
- ভাবনা করা
৯০। স্মৃতির মিনর ভেঙ্গেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো- এ কবিতাংশটি কার লেখা?
- আলাউদ্দিন আল আজাদ
৯১। সাঁঝের মায়া" কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- বেগম সুফিয়া কামাল
৯২। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাসের নাম কি?
- নীল দংশন
৯৩। তোমাদের কখন আসা হলো- এটি কোন বাচ্যের উদাহরণ?
- ভাববাচ্য
৯৪। বাংলা সাহিত্যের সমর্থক ট্রাজেডি নাটক কোনটি?
- কৃষ্ণকুমারী
৯৫। আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯৬। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে' পঙক্তিটির রচয়িতা কে?
- বিভীসিকা
৯৭। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি— বাক্যটি কোন কালের?
- পুরাঘটিত বর্তমান
৯৮। বাড়ি থেকে নদী দেখা যায়— এই বাক্যে 'বাড়ি থেকে কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৫ মী
৯৯। অস্থির মানব মন— এই বাক্যের বাগধারা কি?
- মন না মতি
১০০। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
- পরপদ