শিরায় (I/V) ব্যবহৃত সাল্যাইনসমূহের পরিচিতি ও ব্যবহারবিধি:
সাধারণত রক্তক্ষরণ হলে, বার বার বমি হলে, মুখে কিছু খেতে না পারলে, ডায়রিয়ায় চরম পানি স্বল্পতা দেখা দিলে, রক্তে খনিজ লবণের পরিমাণ কমে গেলে (Electroylyte Imbalance), রক্তক্ষরণ হলে, রক্তে গ্লুকোজ কমে গেলে, দুর্বলতায় এবং পুষ্টির প্রয়োজনে দক্ষ স্বাস্থ্য কর্মীর দ্বারা শিরায় স্যালাইন দেয়া হয় ।
শিরায় (I/V) ব্যবহৃত বিভিন্ন ধরনের স্যালাইন নিম্নরূপঃ
• 5% DA বা ৫% ডি.এ (ডেক্সট্রোজ ইন এ্যকুয়া):
রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে, দুর্বলতায়, খেতে না পারলে বা অরুচি হলে এবঙ পুষ্টির জন্য দেয়া হয়।
• 10% DA বা ১০% ডি.এ (ডেক্সট্রোজ ইন এ্যাকুয়া):
রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে, দুর্বলতায়, খেতে না পারলে বা অরুচি হলে এবঙ পুষ্টির জন্য দেয়া হয়।
• 5% DNA বা ৫% ডি.এন. এ (ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন):
বার বার বমি করলে, রক্তচাপ কমে গেলে, শরীর থেকে অতিরিক্ত লবন-পানি বেরিয়ে গেলে (অতিরিক্ত ঘাম হলে), রক্তে খনিজ লবনের পরিমাণ কমে গেলে ইত্যাদি ক্ষেত্রে দেয়া হয় ।
• Normal Saline নরমাল স্যালাইন:
রক্তচাপ কমে গেলে, শরীর থেকে অতিরিক্ত লবন-পানি বেরিয়ে গেলে (অতিরিক্ত ঘাম হলে), রক্তে খনিজ লবনের পরিমাণ কমে গেলে ইত্যাদি ক্ষেত্রে দেয়া হয়।
• কলেরা স্যালাইন:
ডায়রিয়া হলে, রক্তে খনিজ লবনের পরিমাণ কমে গেলে ইত্যাদি ক্ষেত্রে দেয়া হয় ।
• হার্টম্যান'স সলিউশন:
রক্তক্ষরণ হলে, হাইপোভলিউমিক শক হলে দেয়া হয়।
• রিংগার’স ল্যাকটেট সলিউশন:
রক্তক্ষরণ হলে, হাইপোভলিউমিক শক হলে দেয়া হয় ।
• বেবী স্যালাইন:
বাচ্চাদের জন্য ডায়রিয়া হলে দেয়া হয় ।