ডায়রিয়া হলে কী কী করবেন, ORS ব্যবহার নির্দেশিকা এবং বিশ্ব ORS দিবস সম্পর্কে কিছু তথ্য

ডায়রিয়া হলে কী কী করবেন, ORS ব্যবহার নির্দেশিকা এবং বিশ্ব ORS দিবস Nursing Admission, Nursing Result, Nursing job Health tips, Nuese,Nursing, BSc


 ডায়রিয়া হলে কী কী করবেন :

● রোগের শুরু থেকেই নিয়মানুযায়ী এই স্যালাইন দ্রবণ খাওয়াতে থাকুন। বমি হলেও খাওয়ানো বন্ধ করবেন না।

● যদি ৩-৪ ঘন্টার মধ্যে রোগীর অবস্থার কোন উন্নতি না হয়। তাহলে ডাক্তারের পরামর্শ নিন।

● দুধের শিশুকে দুধ ও বড়দের স্বাভাবিক খাবার দেয়া বন্ধ করবেন না। না খেলে রোগী আরও দুর্বল হয়ে পড়বে।

● অসুখ সারলে রোগীকে বেশী করে পুষ্টিকর খাবার খেতে দেবেন। এতে রোগী তাড়াতাড়ি সবল হয়ে উঠবে।

● ডায়রিয়া যাতে না হয় সে জন্য সব সময় কুয়া / পুকুর / নদীর পানি ফুটিয়ে ঠাণ্ডা করে বা টিউবওয়েলের পানি পান করবেন এবং রান্নার কাজে ব্যবহার করবেন।

● খাওয়ার আগে বিশুদ্ধ পানিতে হাত ধুয়ে নেবেন।

● সব খাবার ঢেকে রাখবেন।


ওরাল রিহাইড্রেশন সল্টস ORAL REHYDRATION SALTS(ডায়রিয়া চিকিৎসার জন্য স্যালাইন দ্রবণ)

প্রতিটি প্যাকেটে রয়েছে:

• Sodium Chloride  BPBP - 1.30g


• Potassium Chloride BP - 0.75g


• Sodium Citrate BP - 1.45g


• Anhydrous Glucose BP - 6.75g



দ্রবণ প্রস্তুতকরণঃ 

১/২ লিটার বা ৫০০ মি.লি. বিশুদ্ধ খাবার

পানিতে প্যাকেটের সম্পূর্ণ উপকরণ গুলিয়ে নিন।


ORS ব্যবহার নির্দেশিকাঃ 

● গুলিয়ে খেতে হবে।

● নবজাতক: ১২ ঘন্টায় ১/২ লিটার।

● শিশু: বয়স অনুসারে ৮ থেকে ১২ ঘন্টায় ১/২ লিটার।

● প্রাপ্ত বয়স্ক : প্রয়োজন অনুসারে পান করুন।

● সতর্কতাঃ গরম পানি দিয়ে স্যালাইন দ্রবণ প্রস্তুত করবেন না বা প্রস্তুতকৃত দ্রবণ কোন ক্রমেই ফুটাবেন না ।

● ১২ ঘন্টা পর প্রস্তুতকৃত স্যালাইন ফেলে নতুন করে প্রস্তুত করুন।


বিশ্ব ORS দিবস

● লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে ওরাল রিহাইড্রেশন সল্ট (ORS) এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে ২৯ জুলাই দিবসটি পালন করা হয়।

● বিশ্বব্যাপী পানিশূন্যতার চিকিৎসা হিসেবে WHO এবং UNICEF দ্বারা ORS সুপারিশ করা হয়। 

● ORS-এ ইলেক্ট্রোলাইট (লবণ) এবং চিনির সংমিশ্রণ রয়েছে যা ডিহাইড্রেশন এড়ায় বা বিপরীত করে এবং হারানো লবণ প্রতিস্থাপন করে। 

Post a Comment